miskat

Welcome to my Website

আলফাডাঙ্গা টিটা ভাসমান সেতু, ভ্রমন প্রিয় মানুষের জন্য খুবই একটি সুন্দর যায়গা, এক নজরে দেখে নিতে পারেন।

 নদী মাতৃক বাংলাদেশ। অপর সৌন্দর্যের লীলা ভূমি। এদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন পত্নতান্তিক নীর্মান শৈলী। তেমনই এক সৌন্দর্য্যে  নীমিত আলফাডাঙ্গা টিটা মধুমতি নীদর বাওড়ের উপর নীমিত এই ভাসমান সেতু। এ সেতুর নাম দেওয়া হয় টিটা ভাসমান সেতু। 900 ফুট দৈর্ঘ্য 12 ফুট প্রস্থ 250 লিটার ধারন ক্ষমতা সর্ম্পূণ 852টি ড্রাম এবং 60 টন স্টিল দিয়ে নির্মান। এসেতু দিয়ে তিন টন ধারন ক্ষমতার ছোট যান বাহন চলাচল করতে পারে। এ সেতু নির্মানের ফলে যেমন চর অঞ্চলের মানুষের দুঃখ দুরদশা যেমন ভাবে লাঘব হয়েছে , তেমনি এটা দুই পারের মানুষের সেতু বন্ধন। এর সৌন্দর্য্যে আকৃষ্ট হয়ে প্রতি নীয়ত বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে ভিড় জমাচ্ছে। মানুষের মিলন মেলায় পরিনত হয়েছে। ভাসমান সেতু দিয়ে ঘুরলে চার পাশের অপার সোন্দর্য্য যেমন মন মুগ্ধ করে , তেমন পানির সাথে বাতাসের পরশ হাল্কা ডেউ যেন মানুষের খানিকটা সময় প্রান শীতল হয়ে যায়। অস্থির সময় যেন স্থির হয়ে যায়। তাই মন ভাল করার মত এই টিটা ভাসমান সেতু যেন এক নাগর দোলায় দোল খাওয়ার আনন্দ টুকু এনে দেয়। আর এর চার পাশের মনোমুদ্ধকর সৌন্দর্য্য মানুষের মনে আনন্দের ফুয়ারা জাগায়।

 

আমাদের ইউটিউব চ্যানেল লিংক: https://www.youtube.com/channel/UC2FEs3Bf_IGSFtU6POWKMEQ

No comments

Theme images by Roofoo. Powered by Blogger.