miskat

Welcome to my Website

অং সান সুচিকে নিয়ে একটি জনপ্রিয় কবিতা




অং সান সুচি


https://miskatstudio.blogspot.com/2018/07/blog-post_20.html



শান্তিতে নভেল দিয়াই ছিল ভুল, মানায় কি বল সব দেবতার সব ফুল?
নাম তার অং সান সুচি, নাইকোন রুচি, নিজেই অশান্তির মুল!
মুখে ছিল মধু ,মিথ্যা বলে শুধু ,অন্তরেতে বিষ ও বড় ভন্ড নারী
বয়সেতে বুড়ি, সেজে দেখায় কুড়ী, টেডি পোষক পরে, না পরে সে শাড়ী ।
শান্তি কাকে বলে, সুচি কি তা জানে? নাই তাহা তার জ্ঞানে
মুখে বলে ঠিক, মনের নাইকো দিক, শুধু স্বার্থের কথাই শুনে।
বড় বেশি শেয়ানা, কথায় বড় পাকনা, মিটি মিটি হাসে
দেখতে লাগে ভাল, ভিতরটা তার কালো, দেখা যায় তারে খারাপ লোকের পাশে।
জন্ম সুত্রে বৌদ্ধ, হতে পারে নাই শুদ্ধ, কান্ড কলাপে বিশ্বস্তব্ধ
এতো বেশি খারাপী, শয়তান মানে হার, মানবতা করেছে যব্দ ।
যতই তুমি ভাব, সাঙ্গ লীলা ভব, পূরন হবে না মনের আশা
সময় বেশি নেই, বিশ্ব আসছে ধেয়ে, হবে তুমি কোনঠাসা।
মনের যত শয়তানি আর ভন্ডামী, শেষ হবে সব নষ্টামী, গজব সামনে আসবে
পৃথিবী থেকে বিদায়, চিরতরে ক্ষয়, অভিশপ্ত আত্মা হয়ে পৃথিবীতে ঘুরবে।
নমরুদ,ফিরাউন কতছিল করউন, ধ্বংস একে একে, ঘৃনীত হয়ে আছে সবার কাছে
ইতিহাসের পাতায়,তাদের নির্মমতার আওয়াজ হৃদয়বান মানুষের কানে বাঁজে।
ওদের শেষ দৃশ্য, জেনেছে বিশ্ব ,মানুষের অভিশাপে ওরা হয়েছিল শেষ
পারেনি ওদের বাঁচাতে, কোন ক্ষমতা কোন জাতি গোষ্টি, কোন বলিয়ান দেশ।
ওহে সুচি পলাতে পাবিনা জমিনের কোন স্থান ,হবে তোর অন্যায়ের বিচার
আস্তে আস্তে বিশ্ব তোর বিরুদ্ধে হচ্ছে সোচ্চার ।
যাবে তোর ক্ষমতা, দেখিবি নির্মমতা, সামনে আসিবে তোর কিয়ামত
সবার থেকে ছিন্ন হবি তুই, ভিন্ন দেখবি নিচের চোখে সেই আলামত।
বেশি দিন দুরে নয়, আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে প্রতিবাদী আওয়াজ
ধরিবে বিশ্ব তোরে পাকড়াও করে, খারাপীর ভাগ্যে এমনই হবে এটাই প্রথিবীর রেওয়াজ ।
স্বপ্ন আর দেখিস না, বেশি কিছু ভাবিস না, সামনে ঘোর অন্ধকার
সময় আসিতেছে ক্ষন পরে ,সম্মিলীত হাতে তোকে ঝাটা মারার।
লজ্জাহীন নারী, যায়নাকী তোর কানে পানি, উপাধি তোর শেষ
শয়তানের আখড়া, করবি কত বাগড়া, চলে যাবি নিরুদ্দেশ।
কিসের জন্য কি? পান্তা ভাতে ঘি, অংক কষে দেখ সবই তোর ভুল
নিজের কর্মের জন্য ও হৃদয়হীন বুঝিলিনা হারালী দু’কুল।
এখনও সময় আছে সবার কাছে ক্ষমা চাও ,পাপ কিছুটা মোচন কর
মাপ যদি করে বিশ্বজনতা, সুযোগ তবে পাবি প্রথিবীতে বাঁচার ।
বাদ-বাকী যা খোদা তায়ালা তা সেই ভালোজানে
তোর অবস্থান ঐ বিধাতা রেখেছেন কোন খানে।
 ..............................................
(ভালো লাগলে শেয়ার করুন)

No comments

Theme images by Roofoo. Powered by Blogger.